জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছরের ন্যায় এবারও পরাক্রমী জননায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয় , এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা , এছাড়া এদিনটিকে কেন্দ্র অনান্য বছরের ন্যায় এবারও বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ।
এদিনের শোভাযাত্রাটির আনুষ্ঠানিক সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এদিনের শোভাযাত্রায় মাধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হয়েছে যার মধ্যে স্হান পেয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার শোভার এবং তুলে ধরা হয়েছে বিভিন্ন সচেতনামূলক থিমও।
এদিন মুখ্যমন্ত্রি বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বাধীনতা সংগ্রামে কিংবদন্তি নেতা হিসেবে চিরস্মরণীয় নেতাজী সুভাষচন্দ্র বসু। তিনি কংগ্রেস দল ত্যাগ করে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্বর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তাঁর মতাদর্শের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি।
যুদ্ধের সূচনালগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান ভ্রমণ করেন ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে। জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তিনি নেতৃত্ব প্রদান করেন। এদিন তিনি আরও বলেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর উক্তি চির-অমর – “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব আজ ও দেশবাসীর মনপ গাঁথা রয়েছে।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে বীর নেতার সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও অভিমত ব্যাক্ত করেন তিনি । এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ আরো অন্যান্যরা।
Leave feedback about this