জনতার কলম ওয়েবডেস্ক :- আজ স্বাধীনতা সংগ্রামী পাসুমপন মুথুরামালিঙ্গম পেরিয়ার-এর ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন ভারতের উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন। অনুষ্ঠানে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, মুথুরামালিঙ্গম পেরিয়ার নিজের অধিকাংশ জমি ও সম্পত্তি দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি সকলকে সমানভাবে দেখার আদর্শে বিশ্বাসী ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।
রাধাকৃষ্ণন আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের উচিত তাঁর ত্যাগ ও দেশপ্রেম থেকে প্রেরণা নেওয়া। উপরাষ্ট্রপতির ভ্রমণসূচি অনুযায়ী, আজই তাঁর রাজ্য সফর শেষ হবে।





Leave feedback about this