জনতার কলম আগরতলা প্রতিনিধি :- আজ পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক দিনে প্রথমে অমরপুরের সর্বং-এ শান্তিকালী আশ্রমে উপস্থিত হয়ে আশ্রমের প্রধান শ্রী চিত্ত মহারাজ এবং স্কুল ও হোস্টেল থেকে আগত জনজাতি ছাত্র ছাত্রীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তলন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান,।
তারপর তিনি আসেন অমরপুর টাউনহলে এবং সেখানে আয়োজিত রক্তদান শিবিরে গিয়ে নিজেও রক্তদান করেন। অবশেষে তিনি চরিলাম মন্ডলের উদ্যোগে CRPF এবং TSR এ চাকুরীরত ৩ বীর জওয়ানের বাসভবনে গিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তাঁদের পরিবারের সঙ্গেও কিছুটা সময়ও কাটান।
Leave feedback about this