জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের চুরি যাওয়া স্বর্ণালংকার সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার পূর্ব আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি বলেন গোপন খবরের ভিত্তিতে আড়ালিয়া এলাকার বাসিন্দা মৃত মান্না মিয়ার ছেলে ঝন্টু মিয়া (২৬) পুলিশ তদন্ত চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারকরা হয়েছে।
চুরি কান্ডের সঙ্গে যুক্ত মূল মাস্টারমাইন্ড ঝন্টু মিয়ার কাছে রাজধানীর শিবনগর থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানান এসডিপি দেবপ্রসাদ রায়।
শ্রী রায় আরো বলেন, সাগরিকা চক্রবর্তী ও শিউলি দত্তের বাড়িতে চুরি যাওয়ার ঘটনার অভিযোগ পেয়ে পূর্ব থানার ওসি ও উনার টিম তদন্ত চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। তাদের কোর্টে সোপর্দ করে রিমান্ডের আবেদন চেয়ে পুলিশ জোর জিজ্ঞাসাবাদে চালিয়ে ঝন্টু মিয়ার নাম বের করতে সক্ষম হয়। অভিযুক্তকে কোর্টে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান এস ডি পিও শ্রী রায়।
এদিনের সাংবাদিক সম্মেলনে এসডিপিও ছাড়াও, উপস্থিত ছিলেন ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ অফিসাররা। পুলিশের এই ধরনের ভূমিকায় খুশি অভিযোগকারীরা। এখন দেখার বিষয় রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাবুরা এই ধরনের ভূমিক আগামী দিন কতটা অব্যাহত রাখতে পারে।
Leave feedback about this