জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালংকার ও একটি গাড়িসহ পূর্ব থানার পুলিশের হাতে ধৃত চার বামাল চোর। গত ১ ফেব্রুয়ারি রাজধানীর কামারপুকুর পার এলাকার একটি জুয়েলারি দোকান থেকে চুরি হয়েছিল এই স্বর্ণালঙ্কার গুলি। এদিন পূর্ব থানার ওসির রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন।
চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার ও একটি গাড়ি সহ চারজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয় পূর্ব আগরতলা থানার পুলিশ। এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, চলতি মাসের এক তারিখে কামার পুকুর পাড় স্থিত এস কে বি জুয়েলারিতে একটি চুরিকান্ড সংগঠিত হওয়ার অভিযোগ আসে পূর্ব থানায়।
তাছাড়া, বেশ কিছু দিন আগে একটি গাড়ি চুরি যাওয়ারও অভিযোগ দায়ের করা হয়েছিল পূর্ব থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজন চোরকে আটক করে। ধৃতরা হলো, বাবুল দত্ত, উত্তম সরকার, জয়নাল হোসেন এবং মিঠুন মাদ্রাজি।
তারা প্রত্যেকেই রাজধানীর বাসিন্দা। শনিবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে। তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি কাণ্ডের সাথে যুক্ত অন্য অভিযুক্তদের নাম বের করে তাদেরকেও জালে তোলা হবে বলে জানিয়েছেন ওসি রাণা চাটার্জী।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় চোরদের উৎপাত বৃদ্ধি পেয়েছে ।বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটছে এই গ্রেফতার কাণ্ডে চুরির ঘটনা কিছুটা হলেও হ্রাস পাবে বলে মনে করছে বিভিন্ন মহল।
Leave feedback about this