জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মার্চে প্রধানমন্ত্রী অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে নবরূপে সজ্জিত ত্রিপুরা সুন্দরী মন্দির। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান ত্রিপুরা সুন্দরী মন্দির নবরূপে সজ্জিত হয়ে রাজ্যবাসী সহ সকল পর্যটকদের জন্য উন্মুক্ত হতে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে সবুজ সংকেত পেলেই আগামী মাসের যেকোনো সময় সকলের জন্য উদ্বোধন হয়ে যাবে নতুন রূপে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। সকল অংশের পর্যটকদের কথা মাথায় রেখে মন্দিরের সার্বিক পরিকাঠামো পরিবর্তনের পাশাপাশি উন্নয়নের একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে।
অধিকাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে রাজ্যবাসী তথা সকল অংশের পর্যটকদের জন্য উন্মুক্ত হয়ে যাবে নবরূপে সজ্জিত যে ত্রিপুরা সুন্দরী মন্দির।
Leave feedback about this