জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে গ্রেপ্তার ২ সন্তানের জননী জনজাতি গৃহবধূ হত্যাকারী স্বামী মিন্টু দেব্বর্মা। জানা যায় গত ৬ই ডিসেম্বর কল্যাণপুরের হলংমুতাই এডিসি ভিলেজের হাজারীবাড়ি এলাকার জনজাতি গৃহবধূ জেসমিন দেববর্মাকে খুন করে মাটি চাপা দিয়েছিল গুনধর স্বামী মিন্টু। পরে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। এরপর এক্সেকিউটিভ মেজিস্ট্রেট এর উপস্থিতিতে মাটির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নেওয়া হয়েছিল । মৃতার আত্মীয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং অবশেষে উত্তর মহারানীপুর এলাকা থেকে মিন্টু দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ এবং পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁর স্ত্রীকে খুন করে মাটি চাপা দেওয়া বিষয়টি স্বীকার করে। এদিন সংবাদ মাধ্যমকে পুলিশ আধিকারীক জানান পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে ও অভিযুক্ত খুনের অভিযোগ স্বীকার করেছে এবং আইন মোতাবেক যা ব্যবস্থা গ্রহন করার তা করা হবে বলে জানান।
অপরাধ
রাজ্য
স্ত্রী হত্যাকারী স্বামী মিন্টু দেব্বর্মা গ্রেপ্তার
- by janatar kalam
- 2023-12-08
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this