2024-12-14
agartala,tripura
অপরাধ

স্ত্রীর কেলানি খেয়ে হাসপাতাল থেকে পালালো স্বামী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে হাসপাতালেই অত্যাচারী স্বামীকে ধোলাই দিল আহত স্ত্রী। স্ত্রীর মারমুখি আক্রমনে শেষ পর্যন্ত হাসপাতাল ছেড়ে পালায় স্বামী। স্বামীকে হাসপাতালেই ধোলাই দিল আহত স্ত্রী। প্রতিদিন মদমত্ত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী। রবিবার ফের ইট দিয়ে মাথা থেতলে দেয় মদ মত্ত স্বামী বিপুল। প্রতিবেশীরা রক্তাক্ত স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসে। পরক্ষণেই হাসপাতালে স্ত্রীকে দেখতে আসে মাতাল বিপুল।এদিকে স্বামীকে দেখেই হাসপাতালের বেডে থাকা রক্তাক্ত স্ত্রী প্রকাশ্যে স্বামীকে উত্তম মাধ্যম দেয়। পরে স্ত্রীর হাতে প্রচন্ড মারকে হাসপাতাল থেকেই পালিয়ে যায় অত্যাচারী স্বামী। আহত স্ত্রী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। জানায় প্রতিদিন স্বামীর হাতে অকথ্য অত্যাচার সহ্য করতে হচ্ছে তার। ধৈর্যের সীমা পেরিয়ে যাওয়ার পরে বাধ্য হয়ে পাল্টা আক্রমণ করতে হয়েছে। দুই নাবালক শিশু সন্তানের সামনেই মাতাল বিপুল তার স্ত্রীর মাথায় আঘাত করে। অসহায় অবুঝ শিশুরা ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে রক্ষা করবে মাকে। শেষ পর্যন্ত বাপের অপকর্মের কথা ফেল ফেল করে বলছে সাংবাদিকদের সামনে। ঘটনাটি ঘটেছে খোয়াই বারবিল গ্রামের ঋষি পাড়ায়। আহত স্ত্রীর চিকিৎসা চলছে খোয়াইস্ত্রীর কেলানি খেয়ে হাসপাতাল থেকে পালালো স্বামী জেলা হাসপাতালে। নেশাখোর স্বামীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই ঘটনা নিঃসন্দেহে সাহসী মহিলাদের আরও উৎসাহিত করবে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service