জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সন্দেহ প্রবণ স্বামী ,স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা । সংবাদে প্রকাশ বিশালগড় কড়ইমুড়া এলাকার মরণ সরকার নামে এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে গামছা গলায় দিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করে । এই সময়ে প্রতিবেশীরা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় । ফায়ার সার্ভিস ছুটে এসে অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে । বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা যায় । মরণ সরকারের স্ত্রী জানায় , প্রতিনিয়ত সংসারে ঝগড়া লেগেই থাকতো । কারণ স্বামী তাকে পরকীয়া সম্পর্ক আছে বলে সন্দেহ করত । সন্দেহ প্রবণতার থেকেই এই আত্মহত্যার চেষ্টা বলে জানিয়েছে প্রতিবেশীরাও ।
Leave feedback about this