জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- স্কুটি বাইক সংঘর্ষে আহত দুই যুবক। ঘটনা রবিবার দুপুরে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের সামনে ৮ নং জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের জানান দুই যুবক তাদের টি আর ০৭ডি ৪৯৯১ নম্বরের স্কুটি নিয়ে বিশ্রামগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় থামানো টি আর ০৭এইচ ৮৯৭৫ নম্বরের একটি বাইকের পেছনে স্বজোরে ধাক্কা মেরে জাতীয় সড়কে ছিটকে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত দুই যুবককে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
খবর পেয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। স্কুটিতে থাকা আহত দুই যুবকের নাম নিবাস দেববর্মা ১৮ পিতা রঘুনাথ দেববর্মা বাড়ি রংমালা । অপর যুবকের নাম বয়ক দেববর্মা ১৮ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছে আহত দুই যুবকের চিকিৎসা।
Leave feedback about this