2024-09-19
agartala,tripura
রাজ্য শিক্ষা

স্কলারশিপ প্রদানের দাবিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর নিকট ডেপুটেশন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২০১৮ সালে রাজ্য রাজনীতিতে পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের যুবকদের জন্য প্রকল্প চালু করেছিলেন যেটা হলো মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এই প্রকল্পের মাধ্যমে যে সকল ছাত্র-ছাত্রীরা কলেজের ফাইনাল ইয়ার অতিক্রম করবে তাদেরকে পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা।

কিন্তু ২০১৯ সাল থেকে সেটা চলে আসলেও ২০২২-২৩ বর্ষের ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

এদিন সংগঠনের নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানান এ বিষয়ে দপ্তরের অধিকর্তার নিকট মেমোরান্ডাম প্রদান করা হলেও কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি তাই যে ৮ হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে এই স্কলারশিপের আওতায় এনে যেন স্কলারশিপ প্রদান করা হয় তার দাবিতে দপ্তরের মন্ত্রীর নিকট আজকের এই ডেপুটেশন প্রদান বলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service