জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা প্রেসক্লাবে টিএসইসিএল ফিনান্স এন্ড আদারস এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক স্বেচ্ছা রক্তদান শিবির। এই শিবিরের উদ্বোধন করেছেন রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই দিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন পার্সেন্টেজের হিসেবে রক্তদানে সারা ভারতবর্ষে ত্রিপুরা অনেক এগিয়ে রয়েছে। স্বেচ্ছা রক্তদান শিবিরে রেকর্ড করেছে রাজ্য।
মন্ত্রী বলেন সেবা হচ্ছে সবচেয়ে বড় সমাজসেবা। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় বলে থাকে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত মানুষের সেবা পৌঁছে দিতে হবে। তবেই দেশ ও সমাজের মঙ্গল হবে। সেবার মাধ্যমে সমাজের সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছা যায়। মানুষও মানুষের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা চেয়ে থাকে।
Leave feedback about this