2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

সুরজিৎ দত্ত চল্লিশ বছর যে সেবা করে গেছে সেই লক্ষ্যেই কাজ করব : দীপক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার হওয়ায় আতশ বাজির শব্দে প্রাণবন্ত শহর। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই নগর উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি মেয়রের। জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীর নাম ঘোষিত হয়েছে।

এই কেন্দ্র থেকে মেয়র দীপক মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করবে বলে যদিও আগেই সরব প্রচার ছিল। তবুও কর্মী সমর্থকদের অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বাজি পটকায় আলোক ময় হয়ে উঠেছে রামনগর বিধানসভা এলাকা। রীতিমত সংবর্ধনার জোয়ারে ভেসেছে মেয়র দীপক মজুমদার।

প্রার্থী পদে মনোনীত হয়ে প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র বলেন উন্নয়নেই হবে আমার প্রথম প্রতিশ্রুতি। আগরতলা পুর নিগম এলাকা এমনিতেই আমার হাতের মুঠোতে রয়েছে। নিগম এলাকার সমস্ত কর্পুরেটররা আমার পূর্ব পরিচিত। প্রত্যেকের সহযোগিতায় উন্নয়ন কাজকে আমি আরো দ্রুত ত্বরান্বিত করতে পারব বলে বিশ্বাস করি।

মেয়র আরও বলেন প্রয়াত সুরজিত দত্ত বিগত ৪০ বছর ধরে এই এলাকার উন্নয়ন ও সেবা করে গেছেন। সেই জায়গায় আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে চেষ্টা করব। এদিকে রামনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কর্মী সমর্থকরা।

মেয়র দীপক মজুমদারের সমর্থনে স্লোগানের ছয় লাফ চলছে এলাকার প্রতিটি অলিগলিতে। দীপক মজুমদারের জয় নিশ্চিত করতে বিধানসভা এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াবে কর্মী-সমর্থকরা এই অঙ্গীকার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service