2025-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

সিপিআই(এম) রাজ্য কার্যালয়ে জোসেফ স্তালিনের জন্মদিন পালন, শ্রদ্ধা জ্ঞাপন জীতেন চৌধুরীর

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রবিবার সিপিআই(এম)-এর রাজ্য কার্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিপ্লবী নেতা জোসেফ স্তালিনের জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও সিপিআই(এম) পুলিটব্যুরোর সদস্য জীতেন চৌধুরী সহ দলের একাধিক শীর্ষ ও স্থানীয় নেতৃত্ব।

অনুষ্ঠানে প্রথমে জোসেফ স্তালিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নিয়ে নেতারা স্তালিনের রাজনৈতিক ও আদর্শগত অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জীতেন চৌধুরী বলেন, সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে জোসেফ স্তালিনের অবদান চিরস্মরণীয়। তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন বামপন্থী আন্দোলনের জন্য আজও প্রেরণার উৎস হিসেবে কাজ করছে। বর্তমান সময়ে যখন সামাজিক ন্যায়, সমতা ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নটি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন স্তালিনের আদর্শ থেকে শিক্ষা নেওয়া আরও বেশি প্রাসঙ্গিক বলে তিনি মন্তব্য করেন।

জীতেন চৌধুরী আরও বলেন, সমাজে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করতে স্তালিনের চিন্তাধারা আজও পথ দেখায়।

অনুষ্ঠানের মাধ্যমে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে বিপ্লবী চেতনা জাগ্রত করার পাশাপাশি আদর্শগত সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service