2025-05-17
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

সিপিআইএম নেতা বিজন আচার্যের প্রয়াণে শোক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সিপিআইএম নেতা বিজন আচার্যের প্রয়াণে শোকব্যক্ত করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিজন আচার্য একজন ব্যংক কর্মী ছিলেন। সেখানে অফিসার পদে কাজ করেছেন। ব্যংকের ট্রেড ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন। পরে আগরতলা মেলার মাঠে সিপিএম পার্টি অফিসের হিসেবে রক্ষক ছিলেন তিনি।

শনিবার তার মরদেহ মেলার মাঠ দলীয় কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, প্রাক্তনমন্ত্রী রতন ভৌমিক, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service