জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০৩২৩ কে যারা অবুঝ ভাবে চাকরি দিয়েছিল এবং যারা মামলা করে চাকরি খেয়েছিল তারা এখন একজোট হয়ে ভোট চাইছে তাদের মোক্ষম জবাব দিন রবিবার সোনামুড়া নতুন বাজারে এক নির্বাচনী সভায় কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে তোপ দেগে এই কথা বললেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।
রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এর সমর্থনে সোনামুড়ায় এক পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয় পদযাত্রাটি সোনামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে নতুন বাজারে এসে সমাপ্ত হয় সেখানে এক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আসনের বিজেপি প্রার্থী তথা বর্তমান রাজ্যসভার সংসদ বিপ্লব কুমার দেব বিজেপি নেতা বিল্লাল মিয়া সহ আরো অনেকে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব , ১০৩২৩ প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন এই চাকরিগুলি বামফ্রন্ট সরকারের সময় বাম সমর্থকদের অবৈধভাবে দেওয়া হয়েছিল পরে বর্তমান লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহার বন্ধু মামলা মোকদ্দমা করে এই চাকরিগুলি খেয়েছেন
তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিষয়টিকে সহানুভূতি নিয়ে দেখার জন্য সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন নাকচ করে দেয় কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে আরও তোপ দাগেন তিনি. বিজেপি প্রার্থী বলেন সিপিআইএম কোনোদিন মানুষের জন্য কোন কিছু করেনি ওরা করেছে কেবলমাত্র পার্টির জন্য আর কংগ্রেস করেছে পরিবারের জন্য এই ক্ষেত্রে নাম না করে প্রকারান্তরে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
Leave feedback about this