2024-12-16
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

সিপিআইএমের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত দেশের স্বাধীনতা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-

সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। সরকারি বেসরকারি উদ্যোগে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সিপিআইএম দলের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত স্বাধীনতা দিবস। দলীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠ স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। একই সাথে দলীয় পতাকা উত্তোলন করেন পার্টির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ কর। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দেশবাসীর কাছে এই দিনটি অত্যন্ত গৌরব জনক দিন। স্বাধীনতা সংগ্রামীরা যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীনতা অর্জনে তাদের জীবন বিসর্জন দিয়েছেন, আজকের স্বাধীনোত্তর ভারতবাসী তাদের আশা-আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য শপথ গ্রহণের দিন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service