2025-05-03
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করে বাঁধ নির্মাণ করলে পাকিস্তান আক্রমণ করবে: প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান

জনতার কলম ওয়েবডেস্ক :- পহেলগাঁও হামলার পর থেকে ভারত-পাকিস্তান দু’দেশের উত্তেজনা চরমে। এরইমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন, যদি ভারত সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করে কোনও নির্মাণ কাজ করে, তাহলে পাকিস্তান সেখানে আক্রমণ করবে। 

আসিফের আরও বলেন, আগ্রাসন কেবল কামান বা গুলি চালানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর একটি রূপ হল জল বন্ধ করে দেওয়া। সিন্ধুর জল বন্ধের ঘটনা ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু ডেকে আনতে পারে পাকিস্তানে। তারপরেই তিনি হুমকি দিয়ে বলেন, ভারত যদি কোনও ধরণের নির্মাণকাজ করে তাহলে পাকিস্তান সেই কাঠামো ভেঙে ফেলবে।

তবে খাজা আসিফ আরও স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে পাকিস্তান সিন্ধু জল চুক্তির বিষয়টি আন্তর্জাতিক ফোরামেও উত্থাপন করেছে। তাই ভারতের পক্ষে এই চুক্তি লঙ্ঘন করা এত সহজ হবে না। পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে এই একতরফা স্থগিতাদেশকে অবশ্যই চ্যালেঞ্জ জানাবে বলে হুমকি দিয়েছে।

খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নির্বাচনী লাভের জন্য ‘নাটক’ করার অভিযোগও করেছেন। তাঁর বক্তব্য, “আন্তর্জাতিক ক্ষেত্র ভারতের এই দাবি মেনে নিচ্ছে না। মোদি সরকার তাদের অভিযোগের সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ভারত ক্রমাগত উস্কানিমূলক নীতি গ্রহণ করছে। কিন্তু পাকিস্তান কেবল প্রতিশোধ নেবে, তারা উস্কানি দেবে না।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service