জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘ পালন করেছে ৭তম প্রতিষ্ঠা দিবস। এদিন সংঘের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। সংঘের প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে প্রায় সারা রাজ্য থেকেই সিনিয়র সিটিজেন এন্ড পেনশনাররা এসে যোগদান করেন। ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘের সদস্যরা সম্মিলিতভাবে প্যারাডাইস চৌমুহনীস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেছে। পাশাপাশি ভালো কাজের উৎকর্ষতার জন্য এদিন দুটি মহকুমাকেও পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন জনৈক কর্মকর্তা।
রাজ্য
সিনিয়র সিটিজেনদের সামাজিক কর্মসূচি
- by janatar kalam
- 2023-09-04
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this