2024-12-15
agartala,tripura
খেলা

সিনিয়র মহিলা ফুটবলে জয়ী জম্পুইজলা প্লে সেন্টার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ সুপার চারে দ্বিতীয় ম্যাচে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ফুলোঝানু অ্যাথলেটিক্স ক্লাব ও জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে ২-১ গোলের ব্যবধানে ফুলোঝানুকে পরাজিত করে জয় দিয়ে সুপার চার শুরু করলো জষ্পুইজলা প্লে সেন্টার। এদিনের ম্যাচে জষ্পুইজলা প্লে সেন্টার এর হয়ে জোড়া গোল করে খেলার ৪৬ ও ৬৪ মিনিটে সংগীতা রায়। বীপরিতে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের হয়ে ১ টি গোল করে ম্যাচের ৮৯ মিনিটে দীপালি হালাম। এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে পুরস্কার গ্রহণ করেন জষ্পুইজলা প্লে সেন্টার এর ফুটবলার সংগীতা রায়।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service