2024-12-18
agartala,tripura
অপরাধ রাজ্য

সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিষিদ্ধ পলিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযানে নেমেছে সদর মহকুমা প্রশাসন। উদ্ধার প্রচুর পরিমাণ পলিব্যাগ। জরিমানা করা হয়েছে অনেক ব্যবসায়ীকে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর বিরুদ্ধে অভিযান চালালেও কিছুতেই যেন ব্যবসায়ীদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। কিছুদিন বন্ধ রাখলেও ফের রমরমে চলে নিষিদ্ধ পলিব্যাগের ব্যবহার। শনিবার সদর মহকুমা শাসক অফিস থেকে ডিসিএমদের এক প্রতিনিধি দল সিটি সেন্টার থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত বিভিন্ন দোকানে হানা দিয়েছে। এই সময়ে প্রায় ৭০ কেজি নিষিদ্ধ পলিব্যাগ উদ্ধার হয়েছে। দুপুর পর্যন্ত জরিমানা আদায় করা হয়েছে ১০ হাজার টাকা। জানিয়েছেন ডি সি এম সুবর্ণ মুরাসিং। আশ্চর্যজনক বিষয় হচ্ছে প্রশাসন বার বার অভিযান চালিয়ে প্লাস্টিকমুক্ত আগরতলা করতে চাইলেও, একশ্রেণীর ব্যবসায়ীদের দৌলতে সেটা সম্ভব হচ্ছে না। অভিযানকালেই সরকারি আধিকারিকদের সঙ্গে তর্কবিতর্ক লেগে যায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এদিকে নাছোড় বান্ধা প্রশাসনও। প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রতিদিন চলবে এই জাতীয় অভিযান। যাতে করে প্লাস্টিক মুক্ত আগরতলা গড়ে তোলা যায়। ব্যবসায়ীদের খারাপ ব্যবহারে প্রশাসন বাধ্য হবে আরো কঠোর হতে।প্রসঙ্গত যখন থেকে প্লাস্টিক মুক্ত আগরতলা করার ডাক দেওয়া হয়েছিল, তখন থেকেই প্রশাসনের তরফে এ ধরনের অভিযান জারি ছিল। মাঝে মাঝে অভিযান বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যবসায়ীরাও প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ফের রমরমিয়ে প্লাস্টিকের ব্যবহার শুরু করে দেয়। বুদ্ধিজীবীদের অভিমত অভিযান অব্যাহত রাখতে হবে প্রশাসনেরও, তবেই গড়ে তোলা যাবে প্লাস্টিক মুক্ত আগরতলা কিংবা প্লাস্টিক মুক্ত রাজ্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service