2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সিএনজি গ্যাসের জন্য অটোচালকদের ধরনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিএনজি গ্যাসের জন্য দুর্ভোগ ও পোহাচ্ছে বিশালগড়েরের যানবাহন চালকরা । বুধবার সকাল থেকে প্রায় আড়াইশো অটোচালক বিশালগড় সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে । অন্যান্য সিএনজি চালিত চার চাকার গাড়িও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।গ্যাসের অভাবে একদিনের রুটি রুচি বন্ধ যানবাহন চালকদের । অভিযোগ কোন বিজ্ঞপ্তি জারি ছাড়াই বিশালগড় সিএনজি স্টেশন শাটডাউন দিয়ে রেখেছে । যার ফলে সকাল থেকে গ্যাস পাচ্ছে না বিভিন্ন যানবাহন চালকরা । এই পরিস্থিতিতে দুর্ভোগের শিকার যেমন যাত্রী সাধারণ তেমনি যানবাহন চালকরা । অভিযোগ বিশালগড় সিএনজি স্টেশনে প্রায় দিন গ্যাসের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অটোচালকদের । যার ফলে সিএনজি চালিত যানবাহন গুলি চড়া দামে পেট্রোল কিনে চালাতে হচ্ছে। এদিকে আবার সিএনজি চালিত গাড়িতে পেট্রোল ধরছে কম । যার ফলে পেট্রোল দিয়ে বেশিক্ষণ গাড়ি চালানো যায় না । এই পরিস্থিতিতে যানবাহন চালকদের দাবি বিশালগড় সিএনজি স্টেশনটির মান উন্নয়ন করে অবিলম্বে দিবারাত্রি সিএনজি গ্যাস সরবরাহ করার ব্যবস্থা করতে । নতুবা আগামী দিনে আরো চরম দুর্ভোগের শিকার হতে হবে যানবাহন চালকদের ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service