2025-09-03
Ramnagar, Agartala,Tripura
দেশ

সিআরপিএফ-ডিআরজি-কোবরা বাহিনীর বীরত্বকে কুর্নিশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও কোবরা বাহিনীর জওয়ানদের সংবর্ধনা দেন। কারেগুট্টালু পাহাড়ে সফলভাবে ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ পরিচালনার জন্য এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই ও উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা।

অমিত শাহ বলেন, ‘‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট ছত্তিশগড়ে এযাবৎকালের সবচেয়ে বড় নকশালবিরোধী অভিযান। জওয়ানদের সাহস ও বীরত্ব ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’’ তিনি ঘোষণা করেন, ‘‘২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে নকশালমুক্ত করা হবে। নকশালরা হয় আত্মসমর্পণ করবে, নয় আটক হবে, নয়ত নিশ্চিহ্ন হবে।’’চরম গরম, দুর্গম পাহাড়ি পথ ও সর্বত্র আইইডি বিস্ফোরণের আশঙ্কা সত্ত্বেও বাহিনী নকশালদের বড় ঘাঁটি, মজুদ সামগ্রী ও সরবরাহ চেইন ধ্বংস করতে সফল হয়।

শাহ বলেন, ‘‘দশকের পর দশক নকশালরা স্কুল-হাসপাতাল বন্ধ করে রেখেছে, সরকারি প্রকল্পগুলো জনগণের কাছে পৌঁছাতে বাধা দিয়েছে। আজ নিরবচ্ছিন্ন অভিযানের ফলে পশুপতিনাথ থেকে তিরুপতি পর্যন্ত প্রায় ৬.৫ কোটি মানুষের জীবনে নতুন সূর্যোদয় ঘটেছে।’’

সরকার আহত জওয়ানদের পুনর্বাসন ও কল্যাণের দিকেও সমানভাবে নজর দিচ্ছে বলে আশ্বাস দেন তিনি।ছত্তিশগড়ের নারায়ণপুরে হওয়া এই অভিযানে নিরাপত্তা বাহিনী ২৭ জন শীর্ষ নকশালকে নির্মূল করে। পাশাপাশি ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র জুড়ে ৫৪ জন নকশালকে গ্রেপ্তার এবং ৮৪ জন আত্মসমর্পণ করেছে।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service