2024-09-20
agartala,tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

সিআইটিইউ সিন্ডিকেট গুলিকে হার মানিয়েছে বি এম এস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামপন্থী শ্রমিক সংগঠন সিআই টিইউর সিন্ডিকেট পন্থিদেরকেও হার মানিয়েছে বি এম এস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ । পুজোর প্রাক মুহুর্তে বিশালগড় সিএনজি স্টেশনে ৪০ জন অটোচালকের একটি তালিকা পাঠানো হয়েছে ভারতীয় মজদুর সংঘ থেকে । যেখানে সিএনজি স্টেশন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে যাতে ফাঁক বুঝে তাড়াতাড়ি গ্যাস সরবরাহ করা হয় । এদিকে এই নির্দেশ প্রকাশ্যে আসতেই অন্যান্য অটোচালকদের মধ্যে তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে। আগে সাধারণ মানুষ বামপন্থী শ্রমিক সংগঠন সিআই টিইউর সিন্ডিকেট রাজ নিয়ে সরব হত । অনেক সমালোচনা শোনা গিয়েছে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর । নতুন সরকার ক্ষমতায় আসার পর সারা রাজ্যের সমস্ত সিআইটিইউ সিন্ডিকেট গুলি দখল করে নিয়েছিল বি এম এস ।সাধারণ যানবাহন চালকরা মনে করেছিল এইবার বোধহয় কিছুটা নিস্তার পেয়েছে। কিন্তু বর্তমানে বি এম এস এর দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে পড়েছে শ্রমিকরা । তাদের কার্যকলাপ বিগত সরকারের শ্রমিক সংগঠনকে হার মানিয়েছে বলে মন্তব্য করছে যানবাহন চালকরা । প্রশাসন বিষয়টির উপর নজরদারি চালানোর জন্যও আবেদন জানিয়েছে অটো চালকরা ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service