জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশে জরুরি অবস্থা জারির দিনটিকে কালো দিবস হিসেবে সারা দেশে পালন করলো ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার সারা দেশের সঙ্গে রাজ্যেও কালো দিবস পালন করে ভারতীয় জনতা পার্টি। প্রতিটি জেলায় হয় কর্মসূচী। এদিন সকালে আগরতলায় কর্মসূচী গ্রহণ করে সদর শহর জেলা কমিটি।
এদিন রাজধানীর বটতলায় দলের তরফে কালো দিবসে প্ল্যাকার্ড নিয়ে বিজেপি নেতা কর্মীরা কর্মসূচীতে শামিল হয়। উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে কালো দিবস পালন করেন। ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন।
প্রায় ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। অভিযোগ তখন দেশে ছিল এক অসহনীয় অবস্থা। দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সদর শহর জেলা সভাপতি জানান, কংগ্রেসকে ভারতবর্ষের মানুষ আজকে প্রত্যাখান করেছেন। সেদিন যারা অত্যাচারিত হয়েছিলেন তাদের প্রতি সমবেদনাও জানান তারা।
Leave feedback about this