2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

সামাজিক মাধ্যমে উস্কানি মূলক বক্তব্য পোস্ট করার প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন যুব কংগ্রেসের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রী সুধাংশু দাসের সরকারি বাসভবনের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ যুব কংগ্রেস ও এনএসইউআই-র।বিক্ষোভকারী সঙ্গে মন্ত্রী বাঁকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সম্প্রতি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করেন। যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইতে শুরু করে। পরে সামাজিক মাধ্যম থেকে নিজের বক্তব্য ডিলিট করে দেন মন্ত্রী সুধাংশু দাস।

সামাজিক মাধ্যমে উস্কানি মূলক বক্তব্য পোস্ট করার প্রতিবাদে বুধবার মন্ত্রী সুধাংশু দাসের সরকারি বাস ভবনের সামনে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেস ও এনএসইউআই-র কর্মী সমর্থকরা। সেই সময় সরকারি বাস ভবন থেকে বের হচ্ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। যুব কংগ্রেস ও এনএসইউআই-র কর্মী সমর্থকদের হাতে কালো পতাকা দেখতে পেয়ে মন্ত্রী সুধাংশু দাস গাড়ি থেকে নেমে আসেন।

এক সময় যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মন্ত্রী। সেখান থেকে পরে মন্ত্রী বিধানসভায় চলে যান। যুব কংগ্রেস সভাপতি নিল কমল সাহা অভিযোগ করেন,রাজ্যের পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। সম্প্রতি মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে উস্কানি মূলক বক্তব্য পোস্ট করেছেন। কোন কিছু না জেনে তিনি একটা অংশের মানুষের দিকে তোপ দাগেন। যদিও পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ছিলেন পুলিশ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service