2024-12-16
agartala,tripura
রাজ্য

সাফাই কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-যারা সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করে এই শহরকে পরিচ্ছন্ন রাখছে। শহরের প্রতিটি বাড়ি ঘরের ময়লা আবর্জনা এক জায়গায় জোর করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলছে, তারাই হচ্ছে এই সমাজে প্রথম শ্রেণীর সৈনিক। এই সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করতে স্বাধীনতার প্রাক লগ্নে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডগুলি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব এর উদ্যোগে ওয়ার্ড এলাকার সমস্ত সাফাই কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ উপহার। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাফাই কর্মীদেরও এদিন শ্রদ্ধা নিবেদন করেছেন ওয়ার্ড এলাকার সমস্ত নাগরিকরা।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service