2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

সাধু টিলা সংলগ্ন এলাকা থেকে দুই চোরকে আটক করে করে আরো ২ মাস্টারমাইন্ড পুলিশের জালে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোহার ব্রিজের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক দুই। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃত চারজনকে আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, শনিবার সন্দেহজনক একটি গাড়ি আটক করার পরে তল্লাশি চালিয়ে লৌহার ব্রীজের কিছু পাটাতন পাওয়া যায়।

সেই পাটাতন গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে গাড়ির চালক এবং সহ চালক কিছু বলতে পারেনি। সাধুটিলা থেকে আটক করা হয় তাদের। ধৃতরা হলেন দীপঙ্কর শুক্ল দাস ও অরূপ দাস। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ধৃতরা চুরি করে এনেছে। তাদের কাছ থেকে আরও দুই সহযোগীর নাম জানা যায়। তারপর পুলিশ সাধু টিলা সংলগ্ন এলাকা থেকে সেই দুই চোরকেও আটক করে।

তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তারা ৯ ও ১৫ আগস্ট রাজধানীর মহারাজগঞ্জ বাজার এবং বাইপাস এলাকা থেকে দুটি বাইক চুরি করেছে। এই বাইক দুটি তারা লুকিয়ে রেখেছে। তারা চেয়েছিল বাইক দুটি বাংলাদেশ পাচার করতে। কিন্তু বন্যা কারণে তারা বাংলাদেশ পাচার করতে পারেনি। তারপর পুলিশ বাইক দুইটি উদ্ধার করে। ধারণা ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আরও বেশকিছু তথ্য বের করতে সক্ষম হবে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service