জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত দফা দাবি আদায়ে রাজপথে নামলেন অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা। বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ বঞ্চিত কর্মীদের। শিশুদের বিকাশের ক্ষেত্রে বড় ভূমিকা থাকে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের। কিন্তু তারাই বিভিন্নভাবে বঞ্চিত। এই অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার ফের রাজধানীতে আন্দোলনে নামে ত্রিপুরা জনতা অঙ্গওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পারস মজদুর সংঘ। এদিন সংগঠনের সদস্যারা রাজধানীর সিটি সেন্টারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে সরকারের গোচরে দাবি জানায়।
তাদের দাবির মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের চাকরির মেয়াদ ৬৫ বছর করা, গ্র্যাচুইটি দেওয়া, যেসব অঙ্গন ওয়াড়ি কর্মী- সহায়িকা অবসরে গেছেন তাদের সঠিক মূল্যায়নের ভিত্তিতে পেনশন চালু, অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকাদের বেতনভাতা বৃদ্ধি করার। সরকার দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা।
Leave feedback about this