জনতার কলম আগরতলা প্রতিনিধি :-মানবিক উদ্যোগের আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম ত্রিপুরার পূর্ব চাম্পামুরা গ্রামের ক্যান্সারে আক্রান্ত শ্রীমতী অনিতা পাল দাসের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান অনুমোদন করা হয়েছে। এই অর্থ তাঁর অস্ত্রোপচার ও চিকিৎসার আংশিক ব্যয় মেটাতে সহায়ক হবে।
রোগী শ্রীমতী অনিতা পাল দাস (রোগী নং: 17F2025/006162), স্বামী শ্রী শিব শংকর দাস, ঠিকানা — ৫/২৬৭, পূর্ব চাম্পামুরা, পশ্চিম ত্রিপুরা, পিন-৭৯৯০০৮। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে গৌহাটির ড. ভি. বোরুয়া ক্যান্সার ইনস্টিটিউটে।
এই আর্থিক সহায়তার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ত্রিপুরার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব। তিনি গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনপত্র প্রেরণ করেন, যা গৃহীত হয় ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। পরবর্তীতে প্রধানমন্ত্রী অফিসের অনুমোদনক্রমে ১৪ অক্টোবর ২০২৫ তারিখে IDFC ব্যাংক, বারাখাম্বা রোড শাখা, নয়াদিল্লি মারফত UTR No. IDFBR52025101400369646 নম্বরে NEFT/RTGS-এর মাধ্যমে অর্থ সরাসরি হাসপাতালের হিসাবে স্থানান্তর করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত এই অনুদানের বৈধতা দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে রোগীর চিকিৎসা এক বছরের মধ্যে শুরু করতে হবে।
এই সহায়তাকে ঘিরে ত্রিপুরা জুড়ে প্রশংসার স্রোত বইছে। স্থানীয় মহলে বলা হচ্ছে, সাংসদ বিপ্লব কুমার দেবের তৎপরতা ও মানবিক দৃষ্টিভঙ্গিই এই সহায়তা পাওয়া সম্ভব করেছে। তাঁর উদ্যোগে বহু অসহায় রোগীর পাশে সরকারী সহায়তা পৌঁছাচ্ছে দ্রুত ও কার্যকরভাবে।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল ইতিমধ্যেই দেশের হাজারো দুঃস্থ রোগীর জন্য আশার আলো হয়ে উঠেছে। এবার অনিতা পাল দাসের চিকিৎসা সহায়তার ঘটনাটি সেই মানবিক ধারারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।





Leave feedback about this