জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার থেকে সূচনা হল পাঁচ দিনব্যাপী প্রান্তিক উৎসব। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য , এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক, ক্লাব সভাপতি দিলীপ কুমার নাথ, ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন প্রতিনিয়ত যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। তাছাড়া তিনি বলেন বন্যায় দুঃস্থদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে প্রান্তিক ক্লাব। সবসময় প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে সামাজিক কাজ করা হয়ে থাকে বলে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গনে উৎসব প্রিয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
Leave feedback about this