2025-02-18
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

সাংবাদিকদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা, জার্নালিস্ট ইউনিয়ন ও ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাংবাদিক ও তাদের পরিবারদের সুবিধার কথা মাথায় রেখে এক উদ্যোগ গ্রহণ করলো ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন। চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক ও তাদের পরিবারদের জন্য বিনামূল্যে থাকার পরিষেবা চালু করলো ত্রিপুরার স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সমিতি।

ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন ও ত্রিপুরা জার্নালিস্টি ইউনিয়নের যৌথ ব্যবস্থাপনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই বিষয়ে জানানো হয়। সাংবাদিক ও তাদের পরিবারদের সুবিধার কথা মাথায় রেখে এক উদ্যোগ গ্রহণ করলো ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন।

চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক ও তাদের পরিবারদের জন্য বিনামূল্যে থাকার পরিষেবা চালু করলো ত্রিপুরার স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সমিতি। ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশন ও ত্রিপুরা জার্নালিস্টি ইউনিয়নের যৌথ ব্যবস্থাপনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই বিষয়ে জানানো হয়। চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য প্রায়শই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক এবং তাদের পরিবারের লোকেরা আগরতলায় এসে থাকেন। এই ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় করে হোটেলে থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হয় তাদের। কোনো কোনো ক্ষেত্রে অর্থের অভাবে তাও হয়ে উঠেনা।

তাই সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর সুজিত ঘোষ।

এদিনের সাংবাদিক সম্মেলনে আরো এক পরিকল্পনার কথা জানান ত্রিপুরা জার্নালিস্টি ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। তিনি জানান, প্রায়শই সাংবাদিক কিংবা তাদের পরিবারের লোকেদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে রক্ত জোগাড় করতে যেনো কাউকে তাদের সমস্যায় না পরতে হয়, সেই বিষয়টি মাথায় রেখে সাংবাদিকদের ব্লাড গ্রুপের উপর ভিত্তি করে একটি লিস্ট তৈরি করা হবে। যা আগামী দিনে সাংবাদিক ও তাদের পরিবারদের উন্নত পরিষেবা প্রদানে এক গুরুত্ব ভূমিকা পালন করবে আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আগরতলা সার্কিট হাউস স্থিত ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশনের গেস্ট হাউসে সাংবাদিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগকে সফল করতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ত্রিপুরা জার্নালিস্টি ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। একই সাথে ত্রিপুরা ভলান্টিয়ারি হেলথ এসোসিয়েশনকেও ধন্যবাদ জানান তিনি।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service