2024-12-18
agartala,tripura
দেশ রাজনৈতিক

সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্ব এবং আত্মত্যাগ সবার কাছে উদাহরণ হয়ে থাকবে : প্রধানমন্ত্রী 

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হল সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস। এই দিনটি বিশেষভাবে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে, এদিন সর্দার জির নামে তৈরি স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা জ্ঞাপন এর পাশাপাশি জলাভিষেক করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলা চলে ২০১৪ সাল থেকে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছর রাষ্ট্রীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করার কথা ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি।

এদিন সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লেখেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের অদম্য সাহস, দূরদর্শী নেতৃত্ব এবং আত্মত্যাগ সবার কাছে উদাহরণ হয়ে থাকবে। আর এই ভাবেই তিনি দেশের ভবিষ্যৎ তৈরি করে গিয়েছেন। জাতীয় একতা গড়ে তুলতে আমরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের পথ অনুসরণ করে চলছি।

 

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service