2025-10-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

সর্দার প্যাটেলের আদর্শে ঐক্যের ডাক—আগরতলায় এনএসএস র‍্যালিতে মেয়র দীপক মজুমদার

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগরতলায় বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

ত্রিপুরা রাজ্য এনএসএস সেলের উদ্যোগে অনুষ্ঠিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল সর্দার প্যাটেলের আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া।

র‍্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। ছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকা ও এনএসএস স্বেচ্ছাসেবকরা উচ্ছ্বাসের সঙ্গে র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিতে যোগ দেন রামনগর বিধানসভার বিধায়ক ও আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপচারিতা করে উদ্যোগটির প্রশংসা করেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি পরিচালিত সরকারের নেতৃত্বেই সর্দার বল্লভভাই প্যাটেল তাঁর প্রাপ্য সম্মান ও স্বীকৃতি অর্জন করেছেন। ভারতের ‘লৌহপুরুষ’ ও জাতীয় সংহতির স্থপতি হিসেবে তাঁর অবদান আজ যথাযথভাবে মর্যাদা পাচ্ছে।”

তিনি আরও বলেন, “এই র‍্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও সততার মূল্যবোধ জাগিয়ে তোলাই আমাদের লক্ষ্য—যা সর্দার প্যাটেল সারাজীবন লালন করেছিলেন।”

এছাড়াও তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্থানে এই উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।র‍্যালিতে বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা, এনএসএস প্রোগ্রাম অফিসারসহ সমগ্র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকলে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service