2025-04-07
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

সরকারের ভূমিকায় হতাশ চাকরি প্রার্থীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেল পুলিশ পদে চাকরি প্রার্থীরা হন্যে হয়ে সরকারের দুয়ারে দুয়ারে ঘুরছে। একাধিকবার তারা আই জি প্রিজনের কাছে ডেপুটেশন দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত ফিজিক্যাল টেস্ট এর ফলাফলই প্রকাশ করা হয়নি। ২০২২ সালের ১০ ডিসেম্বর চাকরি প্রত্যাশীদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়েছিল। তারপর লিখিত পরীক্ষা হওয়ার কথা। কবে হবে ফিজিক্যাল টেস্ট এর ফল প্রকাশ।

কবে লিখিত পরীক্ষা হবে। জানা নেই কারোরই। প্রায় ৩ বছর হতে চলেছে নিয়োগ পক্রিয়া জারি রয়েছে। বেকার যুবকদের দাবি অবিলম্বে যেন ফিজিক্যাল টেস্ট এর ফল প্রকাশ করে লিখিত পরীক্ষা নেওয়া হয়। বিগত এক বছরে একাধিকবার কারা দপ্তরে ডেপুটেশন দিয়েছেন চাকরি প্রার্থীরা। কিন্তু দপ্তর থেকে কোনো সদুত্তর পাচ্ছেন না। তাই বেকার যুবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে অফার ছাড়া হয়েছে।

এখন জেল পুলিসে নিয়োগ পক্রিয়া কবে সেটাই দেখার বিষয়। সরকার রাষ্ট্রবাদী, জনগণের হিতে কাজ করছে বলে দাবি করলেও কেন ২৪৯ টি পদের জন্যে তিন বছরেও নিয়োগ সম্পন্ন করতে পারছে না সেটাই বড় প্রশ্ন। সোমবার চাকরি প্রার্থীদের অনেকেই আই জি প্রিজনের কার‍্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভদেখান ও সংশ্লিষ্ট আধিকারিকের কাছে ডেপুটেশন দেন। সরকারের ভূমিকায় হতাশা ব্যক্ত করেন চাকরি প্রার্থীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service