জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজে মানব ধর্ম পালন করে চলেছে যান শ্রমিকরা। শ্রমিকরা রক্তদানের আয়োজন করে প্রমান করে দিয়েছে তারা মানুষকে শুধু পরিষেবা দেয় না, পাশাপাশি সমাজের প্রতি তারা কর্তব্য এবং দায়িত্ব পালন করে চলেছে। তাদের এই মহৎ কাজ সত্যিই প্রশংসনীয়। যারা রক্তদানে এগিয়ে এসেছে তারা নিজেরাও জানে না তাদের রক্ত কার শরীরে যাবে।
রবিবার রাজধানীর নাগেরজলায় এক রক্তদান শিবিরে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন, রক্তের কোন জাত পাত, ধর্ম হয় না। এদিন বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে বাস মালিক সংগঠন, ব্যবসায়ী, ই- রিক্সা, অটো রিক্সা এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগেরজেলা শাখার উদ্যোগে রক্তদান শিবির করা হয়। শিবিরে মেয়র ছাড়াও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রক্তদানের পাশাপাশি শিবিরে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচীকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
Leave feedback about this