2024-12-16
agartala,tripura
রাজ্য

সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন স্কিম ও কর্মসূচির উপর আয়োজিত হলো কর্মশালা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের রয়েছে বহুবিধ প্রকল্প। কিন্তু দপ্তরের প্রকল্পগুলির অধিকাংশ প্রকল্প সম্পর্কেই রাজ্যের একটা বড় অংশের মানুষ অন্ধকারে। অনেকেই জানে না দপ্তরে কি কি প্রকল্প রয়েছে। ফলে এর সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারছেন না। তাই দপ্তরের প্রকল্প গুলি মানুষের কাছে নিয়ে যেতে কর্মচারীদের আরো বেশি সক্রিয় হতে হবে। আর সেই লক্ষ্যেই আবার কর্মচারীদের নিয়ে জেলাভিত্তিক কর্মশালার আয়োজন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো পশ্চিম জেলার কর্মচারীদের নিয়ে কর্মশালা। রাজধানী আগরতলার কুঞ্জবন স্থিত পেনশনার্স আবাস আশ্রয়ে আয়োজিত একদিনের এই কর্মশালার উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। কর্মশালায় দপ্তরের কর্মচারীদের পাশাপাশি অংশ নেন আগরতলা পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররাও। গুরুত্বপূর্ণ এই কর্মশালায় দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরে সেগুলি কিভাবে আরো বেশি বা করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী টিঙ্কু রায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service