2025-11-01
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

“সব ধর্ম ও শ্রেণির জন্য কাজ করেছি, নিজের পরিবারের জন্য নয়”: নীতীশ

জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার এক ভিডিও বার্তায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “২০০৫ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে বিহারের জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। তখন বিহারিকে বলা হতো একধরনের অপমান, কিন্তু আজ সেই পরিস্থিতি বদলেছে। এখন বিহারির পরিচয় গর্বের।”

মুখ্যমন্ত্রী জানান, বিগত দুই দশকে তাঁর সরকার নিষ্ঠা ও সততার সঙ্গে রাজ্যের উন্নয়নে কাজ করেছে— ধর্ম, জাতি বা শ্রেণি নির্বিশেষে। তিনি বলেন, “হিন্দু, মুসলিম, উচ্‌চবর্ণ, অনগ্রসর, অতিমার্জিত, দলিত কিংবা মহাদলিত— সবাইকে নিয়ে কাজ করেছি। কারও প্রতি বৈষম্য করিনি। নিজের পরিবারের জন্য কিছু করিনি, শুধু রাজ্যের মানুষদের জন্য কাজ করেছি।”

নীতীশ কুমার আরও দাবি করেন, কেন্দ্র ও রাজ্যে এনডিএ সরকার থাকায় বিহারের উন্নয়নের গতি বহুগুণে বেড়েছে। তিনি বলেন, “শুধুমাত্র এনডিএ সরকারই বিহারকে এগিয়ে নিয়ে যেতে পারে। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই আমরা নতুন দিশা দেখাতে সক্ষম হয়েছি।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service