2025-11-01
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

“সব কিছুই নিয়ন্ত্রণে দিল্লির” — বিহার ভোটে কেন্দ্র ও এনডিএকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর

জনতার কলম ওয়েবডেস্ক :- বেগুসরাইয়ের নির্বাচনী ময়দানে শনিবার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের তীব্র আক্রমণ বিজেপি ও এনডিএ সরকারের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র ও বিহারের এনডিএ সরকার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং ভুয়ো জাতীয়তাবাদের নামে ভোটে লাভ তুলতে ব্যস্ত।

প্রথমবার বিহারের নির্বাচনী প্রচারে বেগুসরাইয়ের জনসভা থেকে প্রিয়াঙ্কা বলেন, “বিহারে কোনও দ্বিচক্রীয় সরকার নেই, সবকিছুই দিল্লি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, এনডিএ শাসনে রাজ্যে উন্নয়নের বদলে চলছে ভোট চুরি ও বিভাজনের রাজনীতি। বিশেষ ভোটার তালিকা সংশোধনের (SIR) নামে ভোটারদের নাম মুছে ফেলার অভিযোগ তুলে প্রিয়াঙ্কা বলেন, “ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া মানে মানুষের অধিকার কেড়ে নেওয়া। আগে মানুষকে বিভক্ত করেছে, এখন ভোট চুরি করে গণতন্ত্রকেই লুঠ করছে।”

বিজেপিকে একহাত নিয়ে কংগ্রেস নেত্রী বলেন, “বিজেপি নেতারা নেহরুজি, ইন্দিরাজির সমালোচনায় ব্যস্ত, কিন্তু বেকারত্ব, অভিবাসন, মূল্যবৃদ্ধির মতো বাস্তব সমস্যাগুলির মুখোমুখি হতে চান না। তারা শুধু বিভাজনের রাজনীতি করে মানুষকে ভোলানোর চেষ্টা করছে।”

বিহারের পিছিয়ে পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, “দেশের অগ্রগতিতে বিহারের অবদান অসামান্য, অথচ আজও রাজ্যের প্রাপ্য উন্নয়ন হয়নি। সরকারি প্রতিশ্রুতির চক্করে আর ভুলবেন না।”

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেও তিনি বলেন, “এনডিএ শাসনে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কর্পোরেট বন্ধুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বেসরকারিকরণের নামে দেশের সম্পদ লুঠ হচ্ছে।”

প্রিয়াঙ্কার এই বক্তব্যে স্পষ্ট, বিহারের নির্বাচনী লড়াইয়ে কংগ্রেস এবার বিভাজনের রাজনীতি ও অর্থনৈতিক বৈষম্যকে ইস্যু করে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে চাইছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service