জনতার কলম আগরতলা প্রতিনিধি :- উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক সপ্তর্ষি দাসের অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা ত্রিপুরাজুড়ে। সদ্য এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ শুরু করা এই প্রতিশ্রুতিশীল তরুণ চিকিৎসকের এমন পরিণতি সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।
মঙ্গলবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলার রামনগরে নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। তিনি প্রয়াত সপ্তর্ষি দাসের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত বাবা-মা ও স্বজনদের সান্ত্বনা দেন। এই দুঃখের মুহূর্তে রাজ্য ও সাধারণ মানুষ তাঁদের পাশে রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
জানা গেছে, দিল্লি-লখনউ জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনায় মোট চারজন মেডিক্যাল ছাত্র-ছাত্রীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ছিলেন সপ্তর্ষি দাস। দুর্ঘটনার সময় তাঁরা সকলেই উচ্চশিক্ষা শেষে চিকিৎসা ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছিলেন।
দীর্ঘ ও কঠিন যাত্রার পর তাঁর মরদেহ আগরতলায় পৌঁছায়। শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকার বহু মানুষ ভিড় জমান। কান্না আর নীরব বেদনায় ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ।
এক প্রতিশ্রুতিশীল চিকিৎসকের এই অকালে চলে যাওয়া ত্রিপুরার জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মত প্রকাশ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি।


Leave feedback about this