2025-10-27
Ramnagar, Agartala,Tripura
দেশ স্বাস্থ্য

সতর্কতা সচেতনতা সপ্তাহে স্বচ্ছতা ও নৈতিকতার ওপর জোর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা

জনতার কলম ওয়েবডেস্ক :- নয়া দিল্লিতে আজ সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আধিকারিক ও কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা। তিনি প্রশাসনের প্রতিটি স্তরে নৈতিকতা প্রতিষ্ঠা ও সতর্কতার সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেন।

মন্ত্রী বলেন, প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখতে প্রত্যেককে সচেতন থাকতে হবে এবং সৎ উদ্যোগের মধ্যেও যেন ভুল পদক্ষেপ না নেওয়া হয়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। তিনি প্রস্তাব দেন যে, সহজ ভাষায় করণীয় ও বর্জনীয় বিষয়ে একটি স্পষ্ট নির্দেশিকা বা চেকলিস্ট তৈরি করা উচিত, যাতে সহানুভূতির বশে বা অজান্তে কেউ কোনো ভুল কাজ না করে ফেলে।

নাড্ডা আরও বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি আয়োজন করা উচিত, যাতে প্রত্যেকে সতর্ক ও সজাগ থাকে। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে ইন্টিগ্রিটি প্লেজ বা সততা শপথ পাঠ করেন এবং উপস্থিত সকলকে সেই শপথ গ্রহণ করান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service