2024-12-15
agartala,tripura
রাজ্য স্বাস্থ্য

সচেতনতার লক্ষ্যে গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ ১৪ নভেম্বর  বিশ্ব ডায়াবেটিস দিবস। চলতি বছরের থিম হল, access to diabetes care and empowering world health। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতার লক্ষ্যে গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে সকালে এক রেলের আয়োজন করা হয়। ১৯৯১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিনটি পালনের আরো একটি কারণ হলো এদিনের ফ্রেডরিক ব্যান্টিং জন্মগ্রহণ করেন। যিনি তার সহযোগী চার্লস বেল্টকে সঙ্গে নিয়ে অধ্যাপক ম্যাকয়িডের গবেষণাগারে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের মহৌষধ ইনসুলিন আবিষ্কার করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সাম্প্রতিক সময়ের তথ্যমতে, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগরতলা শহরে এক রেলির আয়োজন করা হয়। ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে আয়োজিত রেলিটি আই এম এ হাউসের সামনে থেকে শুরু হয়। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে ফের আইএমএ হাউসে এসে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় এক আলোচনা সভার। রেলিতে পায়ে পা মেলান Police Accountability Commission এর চেয়ারম্যান স্বপন দাস, চিকিৎসক স্বপন সরকারসহ রাজ্যের বিশিষ্টরাসহ রাজ্যের বিভিন্ন অংশের জনগণ। এ ব্যাপারে বলতে গিয়ে চিকিৎসক স্বপন সরকার বলেন, মহামারীর রূপ নিয়েছে ডায়াবেটিস। এর প্রতিরোধ করতে হলে পরিবর্তন করতে হবে জীবনশৈলীরবিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে সবচেয়ে উদ্বেগজনক ১০টি স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম ডায়াবেটিস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service