2024-11-07
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

সকলকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতন রাম মাঝি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনীতি যথেষ্ট উন্নত। রাজ্যে প্রায় চার হাজার স্বসহায়ক দল ছিল। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর ত্রিপুরা রাজ্যে প্রায় ৫০ হাজার স্বসহায়ক দল হয়ে গেছে। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরে সাহায্য করা হচ্ছে।প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উপর প্রথম রাজ্য ভিত্তিক প্রদর্শনীর উদ্বোধনি অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উপর প্রথম রাজ্যভিত্তিক প্রদর্শনী হয় শুক্রবার। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অতিথিরা ঘুরে দেখেন প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতন রাম মাঝি, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধাভোগীদের প্রথমে ১ লক্ষ টাকা ও পড়ে দুই লক্ষ টাকা ঋন প্রদান করা হয়। এই ঋনের জন্য কোনকিছু জামানত রাখতে হয় না বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতন রাম মাঝি বলেন বর্তমানে অধিকাংশ মানুষ রোজগারের একমাত্র মাধ্যম মনে করছে সরকারি চাকরি। ফলে দেশের বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সকলকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী বিকল্প কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করেছেন। অনুষ্ঠানে প্রচুর মানুষ অংশ নেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service