জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভার ভিতরে কথা বলতে দেওয়া হয় না নবিরোধীদের, এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বহুরা। বাদল অধিবেশনের এ চতুর্থ দিনে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এদিন বলেন, ‘বিরোধী নেতারা যখনই কথা বলতে চান, তখনই তাঁদের কথা বলতে দেওয়া হয় না। আমরা আলোচনার জন্য এ বলছি; তাঁদের একমত হওয়া উচিত।
গত অধিবেশনে, আমি অবাক হয়েছিলাম যে সরকারি বেঞ্চ থেকে বিশৃঙ্খলা শুরু হচ্ছিল। তাঁরা এমন একটি বিষয় বেছে নিত যাতে আমরা তাঁর প্রতিক্রিয়া জানাই, এবং তারপরে হাঙ্গামা শুরু হত, এবং তারপরে সংসদ মুলতবি হয়ে যেত। এটা তাঁদের জন্য ঠিক আছে।’ বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে সংসদে, অভিযোগ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বচবা-ব।
এদিকে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে “ভোট চুরি’র অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, মহারাষ্ট্রেও একইভাবে ভোটার তালিকা সংশোধন করে জালিয়াতি করা হয়েছে। বিহারে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর বিরুদ্ধে বিরোধী দলের বিক্ষোভের মধ্যে, কংগ্রেস নেতা এবং লোকসভার বিবোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার এক চাঞ্চল্যকর দাবি করেছেন যে দেশে ‘ভোট চুরি’ চলছে।
‘হিন্দুস্তানে নির্বাচন চুরি কিয়ে যা রাহে হ্যায় (ভারতে নির্বাচন/ভোট চুরি হচ্ছে), ‘রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন। লোকসভার বিরোধী দলনেতা বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধন এর মধ্যে ৫২ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে একটি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
Leave feedback about this