2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

সংবিধান বাঁচাও ফোরামের পুরো প্যানেল জয়ী হবে এবার : সুদীপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে প্রার্থীদের প্রচারে আইনজীবী তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। সংবিধান বাঁচাও ফোরামের হয়ে প্রচার চালান সুদীপ বাবু। ২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের ভোট। প্রায় ৫০০ ভোটার রয়েছেন। লড়াই হবে সংবিধান বাঁচাও ফোরাম ও আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে।

দুই পক্ষ প্রচার চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সংবিধান বাঁচাও ফোরামের হয়ে প্রচারে আরও গতি আনতে ময়দানে নামলেন কংগ্রেস বিধায়ক তথা আইনজীবী সুদীপ রায় বর্মণ। এদিন তিনি ত্রিপুরা বারে গিয়ে আইনজীবীদের মধ্যে লিফলেট বিলি করে ভোট চান। প্রতিক্রিয়ায় কংগ্রেস বিধায়ক জানান প্রচারে ভালো সাড়া পেয়েছেন। তিনি আশাব্যক্ত করেন সংবিধান বাঁচাও ফোরামের পুরো প্যানেল জয়ী হবে এবার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service