2024-12-17
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

সংবিধান দিবসের দিন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের নিকট ডেপুটেশন প্রদেশ আদিবাসী কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বনাধিকার আইন ২০০৬ লাগু করার বিষয় নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনা হয়েছে। কারন বর্তমানে বনাধিকার আইন নিয়ে কেউ কোন কথা বলে না। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বললেন আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব। ২৬ নভেম্বর সংবিধান দিবসের দিন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে দেখা করে বেশ কিছু দাবি তুলে ধরা হয় প্রদেশ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে।
শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তুলে ধরেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা, কালী মোহন জামাতিয়া ও সাধারন সম্পাদক জিলিম কুমার রিয়াং। সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা জানান সংবিধানের সংশোধনী নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে আলোচনা হয়েছে।
সংবিধান সংশোধনী বিলটি দ্রুত যেন লোকসভায় পাশ হয়ে যায় তার দাবি জানানো হয়েছে। এআইসিসি-র বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশা ব্যক্ত করেন তারা। পাশাপাশি বন অধিকার আইন ২০০৬ লাগু করার বিষয় নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service