জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের সাংবাদিকদের অন্যতম একটি সংগঠন হলো ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই এসোসিয়েশন সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে লড়াই আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও নিয়োজিত। শনিবার ফের আরো একবার তা প্রত্যক্ষ করা গেল আগরতলা প্রেসক্লাবে। এসোসিয়েশনের উদ্যোগে এদিন প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। একই সাথে অনুষ্ঠিত এসোসিয়েশনের পশ্চিম জেলাভিত্তিক সম্মেলনও। সকালে রক্তদান শিবির ও জেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন লোকায়ত কল্যাণ নারায়ন ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমূখ। এদিন রক্তদান শিবির ও সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন দেশের অন্যান্য রাজ্যের সাংবাদিকদের চেয়ে এই রাজ্য সাংবাদিকরা ও কোন দিক দিয়ে কম নয়। রাজ্যের সাংবাদিকরা ও প্রতিভাবান। এরপরেও সাংবাদিকদের মান উন্নয়নের জন্য সরকারিভাবে প্রায় সময় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সরকারি উন্নয়নমূলক কর্মসূচি গুলি সাংবাদিকদের সাথে নিয়ে করতে না পারলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কোনদিন সম্ভব হবে না। রাজ্যের বর্তমান সরকার সমস্ত স্তরের সাংবাদিকদের নিয়ে চলতে চায়। তিনি আরো বলেন বিজ্ঞানের অগ্রগতির সুবাদে এখন প্রতিমুহূর্তে পরিবর্তন আসছে। তাই এখন আর বসে থাকার সময় নয়। মানুষ চায় তৎক্ষণাৎ ঘটনা সম্পর্কে জানতে। অবশ্য এর জন্য সাংবাদিকরা ও সচেষ্ট। তবে সংবাদের গুণগত মান যত বাড়বে, ততোই বৃদ্ধি পাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা। সংবাদ প্রচার করা উচিত নিরপেক্ষভাবে।
রাজ্য
সংবাদের গুণগত মান যত বাড়বে, ততোই বৃদ্ধি পাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-08-12
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this