জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত বুথ প্রেসিডেন্ট শিবু সাহাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ— এমনই অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ, অভিযুক্ত শিবু সাহা এক আবাসনে প্রবেশ করে এক মহিলা ও তাঁর দুই কন্যার প্রতি অশালীন আচরণ করেন। ঘটনার পর ভুক্তভোগী পরিবার পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও, পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে।
অভিযোগকারিণীর মায়ের বক্তব্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা চলছে। তিনি দাবি করেন, এক মহিলা নেত্রী পাপিয়া দত্তের প্রভাবে পুলিশ নিরব ভূমিকা পালন করছে, যার ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আবারও পূর্ব আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। সংগঠনের নেত্রীরা অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এবং পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা করেন।
তাঁদের দাবি, শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন মহিলা কংগ্রেস নেতৃত্ব।
Leave feedback about this