2024-12-16
agartala,tripura
রাজ্য

শ্রাবণের শেষ সোমবারে শিবের আরাধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে চরম ব্যস্ততা ৮ থেকে ৮০ সব বয়সী লোকেদের। চতুর্দশ দেবতার বাড়িতে সোমবার ভোরবেলা থেকেই পরিলক্ষিত হয়েছে উপচে পড়া ভীড়। পুরানে কথিত রয়েছে শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেবের জন্মতিথি। এই দিনটিকে প্রতিবছর ঘটা করে পালন করে থাকে নরনারীরা। তিথি অনুযায়ী এই সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। অনেক ভক্তবৃন্দ রবিবার দিন সংযম থেকে সোমবার হাওড়া নদী থেকে জল এনে চতুর্দশ দেবতার বাড়িতে শিবের মাথায় জল ঢেলেছে। মহিলারা তেল, ঘি, দুধ, মধু, বেল, ইত্যাদি নানা উপকরণ দিয়ে দেবাদিদেব্ শিবকে সন্তুষ্ট করতে ব্রতি হয়েছেন। যুবক-যুবতী আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নব দম্পত্তি, স্বামী স্ত্রী, বৃদ্ধ-বৃদ্ধা প্রত্যেককেই শিবের মাথায় জল ঢালতে দেখা গিয়েছে। পরিবার পরিজন তথা দেশ ও দশের মঙ্গলার্থে চতুর্দশ দেবতার বাড়িতে এদিন শিবের আরাধনা করা হয়।এই দিনটিতে পরিবারের মঙ্গল কামনায় স্বামী স্ত্রী দুজন মিলেও ব্রত উদযাপন করেছে। নিরামিষ আহার করে শিবের মাথায় জল ঢেলে সংসারের শান্তি সম্প্রীতি বজায় রাখতে চাইছে সবাই। কেউ কেউ শিবের কাছে নানান কিছু মানুষ রাখছে। শিবের ব্রত পালনকারীদের মধ্যে অনেকেই এই কথা বলতে শোনা যায়। এই দিনটি মহাসাড়ম্বরে পালিত হয়েছে গোটা রাজ্যেই। যেখানে যেখানে শিব মন্দির রয়েছে সেখানেই আজকের দিনে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। সকাল থেকে শিব মন্দির গুলিতে যুবক যুবতীদের ভিড় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service