2024-12-16
agartala,tripura
রাজ্য

শ্রদ্ধার সঙ্গে পালিত হলো জাতীয় যুব দিবস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমরা মুখে যেমন কথা বলি বাস্তবে তার প্রতিফলন ঘটাতে পারলে প্রতিটি মানুষ বাস্তবিক হতাম । মানুষের কথায় কাজে এক থাকলে বাস্তব জীবনে কোন মানুষ সমস্যার সম্মুখীন হতোনা । বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । মানুষ কথায় কাজে এক থাকলে আলো ছেড়ে অন্ধকারের দিকে ঝুক দিত না । মানুষ যদি অন্ধকার ছেড়ে আলোর দিকে ধাবিত হতো তাহলে মানুষের জীবনে এত সমস্যা থাকত না । মানুষ তার সমস্যা কাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারতো । আমাদের সমস্যা এখানেই আমরা অন্ধকারকে ছাড়তে পারি না । যার জন্য জীবনে সমস্যা থেকেই যাচ্ছে । স্বামী বিবেকানন্দ বলছিলেন উঠো, জাগো চারিদিকে তাকাও । সব মানুষকে জাগ্রত কর তবেই তোমার ভিতরের অন্তরাত্মা জাগ্রত হয়ে উঠবে । শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস স্বামী বিবেকানন্দের জীবনাদর্শকে সুন্দরভাবে প্রস্ফুটিত করে তোলেন । বলেন স্বামী বিবেকানন্দ তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন চরিত্র নিষ্ঠার উপর । স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ব্যক্তি চরিত্রবান হবে তার জীবনে সমস্ত কার্য সম্পাদন করাই সম্ভব হবে । একজন চরিত্রবান ব্যক্তির কঠিন কর্ম সম্পাদন করা ও সম্ভব হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব নেতা সুশান্ত দেব বলেন, লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের সঠিক দিশা এগিয়ে যেতে হবে । লক্ষ্য স্থির রেখে গন্তব্যে পৌঁছতে গেলেই আমরা নিশানা খুঁজে পাব । তবেই আমাদের সংগঠনকে মজবুত করতে পারব । স্বপ্ন পূরণ করতে পারব মুখ্যমন্ত্রীর ।সকালে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যুবনেত্রীবৃন্দ । যুব মোর্চার উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার সমস্ত যুব নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service